মো: আজিজুল হাকিম:
ছেলে ধরা গুজবে বিভ্রান্ত সৃষ্টি না করা ও গণপিটুনি দিয়ে মানুষ হত্যা না করার বিষয়ে মানিকগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা ও সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, গুজবে আতংন্কিত না হওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন স্কুল –কলেজসহ হাট বাজারে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। যতি কাউকে সন্দেহ হয় তাহলে স্থানীয় থানায় খবর দিতে আহবান করেন তিনি।
এছাড়া জেলা পুলিশের উদ্যোগে দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মেদ, সদর থানার ওসি মো: রকিবুজ্জামান, তদন্ত ওসি হানিফ আলী ও স্কুলের প্রধান শিক্ষক।