স্টাফ রিপোর্টার :
দৈনিক সময়ের আলোর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্নলিল্লাহে …. রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বৎসর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোবাবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। তিনি ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। পারিবারিক সুত্রে জানা গেছে, শহরের পশ্চিম দাশড়ার নিজ বাসা অসুস্থ্যবোধ করলে তাকে নেয়া হয় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে।সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাংবাদিক মোস্তাক আহমেদ এক সময় বাংলাদেশ অবজারভারের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি মানিকগঞ্জ প্রেসক্লাবের আজীবন(সম্মানিত) সদস্য ছিলেন।
তার মৃত্যুতে মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছেন। রাত সাড়ে ৯ টায় সাংবাদিক মোস্তাক আহমেদ এর লাশ মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে আনা হয়। এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সুরুয খান, প্রেসক্লাবের সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মিহির, জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মতিউর রহমান, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আর.এস মঞ্জুর রহমান,ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর প্রেসক্লাব চত্বরে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম শহরের বান্দুটিয়ায় ও পশ্চিম দাশরা কবরস্থান প্রাঙ্গনে জানাযা শেষে তাকে দাফন করা হয়।