স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও ছেলেধরা গুজবের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতায় নেমেছে জেলা আনসার ও ভিডিপি।
বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার ও ভিডিপির নিজস্ব কার্যালয় মিলনায়তনে এ সভার উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মো: জানে আলম সুফিয়ান পিএএম।
এসময় অনন্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো: শহিদুল ইসলাম, থানা আনসার ভিডিপি কর্মকর্তা উপল মজুমদার, সিঙ্গাইর উপজেলা প্রশিক্ষক আব্দুস সাত্তার, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার আব্দুল কাদের, সদর উপজেলা প্রশিক্ষক মহিদুর রহমান, সাটুরিয়া উপজেলা প্রশিক্ষক প্রনতোষ ঘোষ, প্লাটুন কমান্ডার হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।