মানিকগঞ্জ প্রতিনিধি, : দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা পালন কর্মসূচীর আওতায় মানিকগঞ্জে জেলা পরিষদ মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ চত্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভাকেট গোলাম মহীউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব আবদুল হান্নান, সহকারি প্রকৌশলী মোজাম্মেল হক, উপসহকারি প্রকৌশলী শহিদুর রহমান, প্রধান সহকারি মোঃ আফজাল হোসেন, অফিস সহকারি সুজিত কুমার ভদ্রসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গোলাম মহীউদ্দীন বলেন, ডেঙ্গুরোগ প্রতিরোধে সকলের সচেতনতা দরকার। ডেঙ্গুর বিরুদ্ধে রাষ্ট্রের পাশাাপশি সামাজিক ও পারিবারিকভাবে সকলকে এগিয়ে আসতে হবে। ডেঙ্গুতে আতংকিত না হয়ে সকল কে তাদের নিজ নিজ জায়গা থেকে পরিস্কার পরিচ্ছনতা বজায় রাখতে হবে। সকলের চেষ্টায় ডেঙ্গু রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে সচেতন হওয়া আহবান জানিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সকলকে একযোগে কাজ করতে বলেছেন। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী শুরু করা হয়েছে। জেলা পরিষদের আঙ্গিনাসহ আশপাশের সব ঝোপঝাড় পরিস্কার করা হচ্ছে। শুধু সপ্তাহ বা মাস নয়, বছর ব্যাপী এই কর্মসূচী চলতে থাকবে। জেলা পরিষদের আশপাশ সুন্দর, পরিচ্ছন্ন রাখা হবে। এসময়
পরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাস্তে হাতে নিয়ে তিনি ঝোপঝাড় পরিস্কার কর্মসূচীর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সচেনতা বাড়াতে একটি র্যালী বের করা হয়। র্যালীতে মহিলা পরিষদের নারীরাও অংশ নেয়।