এস.এম.আকরাম হোসেন:
বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে মাননীয় মন্ত্রী , স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় জাহিদ মালেক স্বপন এমপির পরিচালনায় মানিকগঞ্জে ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী।
শনিবার বিকালে জেলা জাতীয় শ্রমিকলীগের আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রার্থী আব্দুল জলিল, সহ সভাপতি মোস্তাফা কামাল, যুগ্ন সাধারন সম্পাদক কাইয়ুম খান, জেলা প্রজন্মলীগের সভাপতি মেহেদি হাসান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: ফারুক হোসেন, সদর থানা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: শরীফ উদ্দিন খানসহ শ্রমিকলীগের নেতাকর্মীরা। এসময় মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পিটিআই স্কুল ও বাসষ্ট্যান্ড কাঁচা বাজারসহ বিভিন্ন এলাকায় আগাছা পরিস্কার ও ডেঙ্গু নিধনের ঔষুধ স্প্রে করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো: লিয়াকত আলী ভান্ডারী বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের আতংকের কিছু নেই। খুব শীঘ্রই এই সমস্যা সমাধান হবে। এছাড়া সকলকে সচেতন হওয়ার পাশাপাশি প্রত্যেককে নিজ বাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।