স্টাফ রিপোর্টার :
ডেঙ্গু প্রতিরোধে মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থী, পথচারী ও অটোরিকসাচালক ও দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ রফিক সড়কে এই মশার কয়েল বিতরণ করা হয়।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সভাপতি সুরুয খান, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস,সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মতিউর রহমান, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন,প্রচার সম্পাদক মঞ্জুর রহমান,দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.আকরাম হোসেন, সাপ্তাহিক তারন্যের কথা সম্পাদক খন্দকার সুজন আহম্মেদ ও সদস্য মো.আজিজুল হাকিমসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক গোলাম মুজতবা ও এসিআই কোম্পানীর সার্বিক সহযোগীতায় ৯ হাজার মশার কয়েল বিতরণ করা হয়।