স্টাফ রিপোর্টার :
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাস চাপায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় মারা যান তিনি।
গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফলসাটিয়া এলাকার মৃত আব্দুর জলিল মিয়ার ছেলে। ঈদ মৌসুমে স্থানীয় হাট বাজার থেকে গরু কেনা –বেচার সাথে জড়িত ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, আব্দুর রাজ্জাক পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। গরু ক্রয় করতে হাটে যাওয়ার সময় রাস্তা পারাপার হওয়ার সময় ঢাকামুখী বিআরটিসি পরিবহনের একটি বাস চাপায় দুর্ঘটনাস্থলে মারা যান তিনি।
এ দুর্ঘটনার পর মহাসড়কের বরংগাইল এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।