ঘিওর প্রতিনিধি :
ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নে নিন্দাপাড়া আবাসন (আশ্রয়ন প্রকল্প) ও বালিয়াবাঁধা বাজারে প্রায় ২ শতাধকি বর্নাতদের মাঝে গত মঙ্গলবার বি এইচ এফ এর উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে।
নিন্দাপাড়া আবাসনের সকল ব্যারাকের কক্ষগুলো জেলা প্রশাসক এস,এম ফেরদৌস ঘুরে দেখেন। আবাসনের চারপাশে পরিস্কার পরিচ্ছনতার অভিযানের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রিত অবস্থায় রাখার জন্য মশা নিধন ঔষুধ ছিটিয়ে র্কাযক্রম শুরু করনে এবং আবাসনে বসবাসরত লোকজনের সকল প্রকার সমস্যার কথাগুলো তিনি শুনেন।
পরে জেলা প্রশাসক এস,এম ফেরদৌস বি এইচ এফ এর উদ্যোগে আবাসনে বসবাসরত এবং কালিগঙ্গা নদীর পারে প্রায় ২ শতাধিক বর্নাতদের মাঝে ত্রাণ বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন বি এইচ এফ চেয়ারম্যান
আলহাজ্ব আব্দুর কাদের টিপু, সিংজুরি ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মাষ্টার, মোঃ লিটন মিয়া প্রমুখ।