স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে ৩৮ আনসার ব্যাটালিয়ানের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার জেলা আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা কার্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহা পরিচালক (এনডিসি) ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল।
দিনব্যাপী এ আয়োজনে শান্তির পায়রা উন্মুক্ত, প্রীতি ভোজ, দরবার, কেক কেটে ও বেলুন উড়িয়ে নানা আয়োজনে পালন করা হয়।
এসময় ৩৮ আনসার ব্যাটালিয়ান মানিকগঞ্জ এর পরিচালক রাসেল আহম্মেদ এর পরিচালনায় অনন্যের মাঝে ঢাকা রেঞ্জ এর উপমহা পরিচালক ফিরোজ খান বিএএম, মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট জানে আলম সুফিয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।