স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ পৌরসভায় প্রায় ৫ হাজার মানুষের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। শনিবার সকালে মানিকগঞ্জ পৌরসভা থেকে ১৫ কেজি করে এ চাউল বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরশেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার, কাউন্সিলর সুভাষ চন্দ্র সরকার, কাউন্সিলর আব্দুর রাজ্জাক প্রমুখ।
এসময় পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, গত বৃহস্পতিবার থেকে শনিবার এই তিনদিন গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরন করা হয়।