এস.এম আকরাম হোসেন :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশে এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে। দেশে উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রয়োজন। সামাজিক উন্নয়ন আমরা পেতে পারি যদি আমাদের ছেলে মেয়েদের লেখাপাড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ গড়ে তুলতে পারি। খেলাধূলার সাথে জড়িত থাকলে তারা মাদক ও জঙ্গীবাদ থেকে দুরে থাকতে পারে। বুধবার বিকেলে মানিকগঞ্জের গড়পাড়ায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কর্ণেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গড়পাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত কর্ণেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছেন। উদ্বোধনী খেলায় লেমুবাড়ী সবুজ মুকুল মেলা (১-০) এক শূণ্য গোলে সাটুরিয়ার দরগ্রাম গাছবাড়ী একদশকে পরাজিত করে।
কর্ণেল মালেক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও গড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য কন্ঠ শিল্পী মমতাজ বেগম , জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, সহ সভাপতি এ্যাড: আব্দুল মজিদ ফটো, রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: লিয়াকত আলী ভান্ডারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান , সাধারণ সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, সিংগাইর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা, জেলা ছাত্রলীগ নেতা ইমন, সুমন প্রমূখ।