স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বাষির্কী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলাম মহীউদ্দীন।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের আয়োজনে মিলনায়তনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব মো: আবুল হান্নান, জেলা পরিষদের অন্যতম সদস্য আবুল বাশার, জেলা পরিষদের সদস্য চায়না আক্তার, সদস্য ডা: মো: মাইনুল ইসলামসহ অফিসের অন্যান্য কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাখফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না এবং স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।