মো. শরিফুল ইসলাম, ঘিওর থেকে
বিদেশে পলায়নরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিটের যুবলীগের নেত্রীবৃন্দরা ।
এসময় জেলা উপজেলা যুবলীগের আহবায়ক বাবুল বেপারীর সভাতিত্বে বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক আব্দুল আলিম মিন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক বিএসসি,জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান জনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ,জেলা যুবলীগের আহবায়ক সদস্য মনিরুল ইসলাম মনি, উপজেলা যুগ্ন আহবায়ক শরিফুল ইসলামসহ এ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পযায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন ।