নেহায়েত হাসান সবুজ :
মানিকগঞ্জে নানা আয়োজনে দিনব্যাপী বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচিতে প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কম্যান্ড্যান্ট মো: জানে আলম সুফিয়ান পিএএম ও বাহিনীটির অনন্য সদস্যবৃন্দ।
এর আগে বাদ ফজর আনসার ভিডিপি কার্যালয় মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হয় কোরআন খতম ও দোয়ার মাহফিল।
দুপুরে বঙ্গবন্ধুর জীবনী ও অবদান বিষয়ক শীর্ষক আলোচনা সভা ও কাঙালী ভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সমাপ্তি হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহন করেন আনসার ভিডিপির বিভিন্ন বিভাগের প্রশিক্ষাণার্থীবৃন্দ, প্লাটুন কমান্ডারগণ,জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।