স্টাফ রির্পোটার:
মানিকগঞ্জে মাইক্রোবাস চাপায় ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত রাফি আহমেদ মানিকগঞ্জে সদর উপজেলার লেমুবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় লেমুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ক্লাশ চলাকালে রাফি টয়লেটে যাওয়ার কথা বলে ক্লাশ থেকে বের হয়। কিন্তু ক্লাশ থেকে বের হয়ে সে দোকানে চিপস কিনতে যায়। বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই রাফি মারা যায়।