ঘিওর প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বজ্রপাতে মঙ্গল চন্দ্র সরকার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে ঘিওর উপজেলার মৌহালী এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত মঙ্গল চন্দ্র সরকার মৌহালী এলাকার মৃত লালু চন্দ্র সরকারের ছেলে।
নিহত মঙ্গল চন্দ্র সরকারের ছেলে কার্তিক চন্দ্র সরকার, বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ শেষে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যাওয়া। এসময় হঠাৎ বজ্রপাত হয় এবং বজ্রপাতে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।