স্টাফ রিপোর্টার:
জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদ ও পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে শহরের হিজুলী অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় মহিলা কমিটি গঠনকল্পে মা-বোনদের নিয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়। এসময় মানকগঞ্জ পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন মহিলা পরিষদের কমিটির সভায় পশ্চিম সেওতা ১নং ওয়ার্ডের বাসিন্দা শুভ্রা খান মজলিশকে সভাপতি এবং ৬ নং ওয়ার্ডের শিরিন আক্তারকে সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি এবং জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ হোসনে আরা,পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান,সহ সভাপতি আব্দুস ছালাম, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান খান, পৌর নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের মহাসচিব লাবিব উদ্দিন লাবু, মানিকগঞ্জ জেলা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহা, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম খান সাব্বির ও জেলা ছাত্রলীগের সদস্য আছিবুল ইসলাম খান ( ত্রয়ো ) ও মাহামুদজামান মিশন প্রমুখ। এ সময় পৌর এলাকার প্রায় দুই হাজার নারী সমাবেত হন।
সময় জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি এবং জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান বলেন, আমি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলে পৌর নাগরিকদের সকল প্রকার সুবিধা প্রদানসহ একটি আধুনিক মডেল পৌরসভায় রুপান্তর করা হবে।