এস.এম আকরাম হোসেন:
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদ, জেলা পরিষদ গঠন, রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করে তিনি দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে- প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের এই উক্তি উল্লেখ করে সৈয়দ মান্নান জাতীয় পার্টির সর্বোস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করার আহবান জানান।
পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে শনিবার দুপুরে মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যতাকালে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি ইয়াহিয়া চৌধুরী ইনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় এই দোয়া মাহফিলে অন্যতম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিনের সাধারন সম্পাদক জহিরুল আলম রুবেল। বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা মো: বিল্লাল হোসেন, নোয়াব আলী, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহাম্মেদ, সিরাজুল ইসলাম,জেলা জাতীয় পার্টির যুব সংহতির সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক জহিরুল আলম চুন্নু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে জেলা কৃষক পার্টির সাধারন সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মজিবুর রহমান খান শাহীন, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মো: চুন্নু মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আনোয়ার হোসেন পাশাসহ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেস দোয়া করা হয়। এসময় প্রায় দুই গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরন করেন।