স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগো বাংলা ইয়ুথ সোসাইটি। রোববার দুপুরে প্রেসক্লাবের সামনে পথচারী,যানবাহনের চালক ও যাত্রীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, জেলা সাংবদিক সমিতির সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু,খন্দকার খালেকুজ্জামান,জাগো বাংলা ইয়ুথ সোসাইটির সভাপতি ও প্রেসক্লাবের সহ সম্পাদক বি.এম খোরশেদ, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার নিউজ এর সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, সোহেল হোসাইন, জাহিদুল হক চন্দন প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেঙ্গুতে আতঙ্ক নয়,সচেতনতায় যথেষ্ট-এই শ্লোগানকে সামনে ডেঙ্গু সচেতনতায় জাগো বাংলা ইয়ুথ সোসাইটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।এরই অংশ হিসাবে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় বলে জানান আয়োজকরা।