স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে প্রবীন ব্যক্তিদের প্রতিষ্ঠান এল্ডারলী ইনিসিয়েটিভি ফর ডেভলপমেন্ট (ইআরডি) এর ৯ সদস্য কার্যকরী কমিটি গঠন হয়েছে। শনিবার মানিকগঞ্জ পাটুরিয়া ঘাটে পদ্মা রিভারভিউতে সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রতিষ্ঠানের তবলী সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিজ্ঞানে গোল্ড মের্ডালিষ্ট এবং আমেরিকার নর্থক্যারোলীনা বিশ্ববিদ্যালয় ডিষ্টিংগুইষ্ট ডক্টরেট ও জাতিসংঘের পরিচালক হিসেব দায়িত্ব পালন করে ডক্টর আব্দুস সামাদ। তার নিজ এলাকায় মানিকগঞ্জে প্রবীনদের নিয়ে গবেষনা মূলক প্রতিষ্ঠান এল্ডারলী ইনিসিয়েটিভি ফর ডেভলপমেন্ট (ইআরডি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ফ্রিফাইডে ক্লিনিকের মাধ্যমে প্রবীনদের চিকিৎসা দিচ্ছেন। প্রত্যন্তঞ্চলে বয়স্ক ভাতা পৌছে দেওয়া হচ্ছে। প্রবীনদের মিলনা মেলা, গল্পের আসর ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে।
তবলী সভায় প্রতিষ্ঠানের সিইও কাজী ইজাবুল খালিদ প্রথমে তার লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, চলচিত্রকর ছটকু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ডক্টর এম সেকান্দার হায়াত খান, প্রফেসর ডক্টর পিকে মোঃ মতিউর রহমান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আফজাল হোসেন খান ।
পরে নির্বাচন কমিশনার মোঃ ওবাইদুল কবির, কাজী হেকমত এ খুদা ও বিপ্লব চক্রবর্তী নির্বাচন পরিচালনা করেন। সর্ব সম্মতিক্রমে এল্ডারলী ইনিসিয়েটিভি ফর ডেভলপমেন্ট (ইআরডি) কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি ডক্টর আব্দুস সামাদ, সহ সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী ইজাবুল খালিদ, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী কার্যকরী সদস্য মোনজিৎ কুমার রায়, লুৎফুন নাহার, মোঃ আমিরুল হোসেন, হাফেজা খাতুন ও আকলিমা আজিজ ।