স্টাফ রিপোর্টার :
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে হত্যাকারী পলাতক খুনীদের অবিলম্বে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি।
রোববার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য কালে সরকার ও বিচার বিভাগের প্রতি তিনি এ আহ্বান জানান।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মিরাজ হোসেন লালন ফকির এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন।
এসময় অন্যান্যের মধ্যে শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন-আহবায়ক মাহাবুবুর রহমান জনি, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মো: ছানোয়ার হোসেন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক,উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবুল বেপারী, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা মোঃ মাসুদ হোসেন সহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা আরো বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানি দোসরদের সাথে হাত মিলিয়ে তারেক রহমান গ্রেনেড হামলা চালিয়েছিল। তিনি নারকীয় এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড তারেক রহমান সহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত চূড়ান্ত রায় কার্যকর করার দাবি জানান।
সমাবেশ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ সপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।