স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পানিতে ডুবে মো.সাব্বির (০৫) ও জান্নাতুল ইসলাম (০৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চরে এই ঘটনা ঘটে। নিহত সাব্বির কাশিদারামপুর এলাকার কাউসার শেখের ছেলে এবং জান্নাতুল ওয়াছেদ শেখের মেয়ে।
নিহতের স্বজন ও স্থানীয় জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় সাব্বির ও জান্নাতুল। এর পর পর থেকে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুজির পরও তাদের সন্ধান না পাওয়ায় ওই পুকুরে গোসলের কথা বলেন স্থানীয়রা । পরে স্থানীয়দের সহায়তা নিয়ে রাতেই ওই পুকুর দুই জনের মৃতদেহন উদ্ধার করা হয়।