এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জের সিঙ্গাইরে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিংগাইর উপজেলার চর নয়াবাড়ী গ্রামের মো.ইমান আলী ছেলে মো. কামরুল হাসান (২৮),একই উপজেলার পারিল গ্রামের মৃত বাসেরের ছেলে মো.আজাদ হোসেন (৩১), চারিগ্রাম গ্রামের মো.জিন্নত আলী ছেলে মো.মঞ্জুর হোসেন (৩২) ও একই গ্রামের রহমত আলীর ছেলে খোরশেদ আলম জুয়েল (৩৪)।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, আক্কাসের সাথে কামরুলের বিরোধ ছিলো। কামরুল আক্কাসকে ফাঁসানোর জন্য আজাদকে ব্যবহার করেন। আজাদ খোরশেদের মাধ্যমে মঞ্জুর কাছ থেকে অস্ত্র এনে আক্কাসের বাড়ি পাশে রেখে দেয়।গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর নয়াবাড়ী গ্রামের আক্কাছ আলীর বাড়ীর পাশে পরিত্যাক্ত অস্ত্রটি উদ্ধার করা হয়। এসময় অস্ত্র রাখায় দায়ে ৪জনকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে সিংগাইর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত আরো কেউ যদি সম্পৃক্ত থাকে তাদেরও আইনের আওতায় আনা হবে।