এস.এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান জনির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীনবাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড: মোতাহার হোসেন সাজু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি,সহ সম্পাদক আফতাব খন্দকার রনি, আবিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, এ্যাড:বদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন,আইন বিষয়ক সম্পাদক এ্যাড: এটিএম শাহজাহান,জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী নীনা রহমান, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক, শিবালয় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগ নেত্রী ডা: জেসমিন আক্তার, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, শিবালয় উপজেলা ভাইস চেয়ারম্যান লালন ফকির, ঘিওর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন,সিংগাইর,উপজেলা ভাইস চেয়ারম্যান তমিজ উদ্দিন, জেলা পরিষদের সদস্য চায়না আক্তার, জেলা পরিষদের সদস্য এ্যাড: কহিনুর ইসলাম সানি, জেলা যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রানা, সাদিকুল ইসলাম সোহা, মনিরুল ইসলাম মনিসহ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, জেলা পরিষদের সদস্য,জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবী জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।