স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ নাথ এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে কুৎসা রটনাকারীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধনে স্বেচ্ছাসেবকলীগের কয়েকশ নেতাকর্মী অংশ নেয়। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরাদ কোরাইশী ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দেবেন্দ্র কলেজ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে বক্তারা কুৎসা রটনাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানায়।