এস.এম আকরাম হোসেন:
নবাগত মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার সাথে সৌজন্য সাক্ষাত করলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন। শনিবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের রুমে ফুলের তোরা দিয়ে নবাগত নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জানান সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম ওহাব, সদর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি উজ্জল হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় দুজনের মধ্যে উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজের বিষয়ে মতবিনিময় হয়।
মতবিনিময়ের সময় সদর উপজেলা চেয়ারম্যান মো: ইসরাফিল হোসেন বলেন, সদর উপজেলাকে সুন্দর একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে দিন রাত কাজ করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্য করে বলেন, উপজেলার যেকোন উন্নয়নমূলক কাজ সমন্বয় করে করার আহবান জানান।