স্টাফ রিপোর্টার :
এ বছর প্রথম নানা আয়োজনে মানিকগঞ্জে পবিত্র আশুরা পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া বৈশাখী পরিষদের উদ্যোগে শোক র্যালী বের হয়। এতে নেতৃত্ব দেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান আলী ও উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট আমিনুল হক আকবর।
র্যালীতে আরো উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্টি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার মীর জাহিদ হোসেন, পীরজাদা আমিনুল হক খান, সমাজসেবক শামসুন্নাহার রিক্তা, আকতার হোসেন বাবুল, খোরশেদ আলম, ইসমাইল হোসেন প্রমূখ। শোক র্যালীটি বান্দুটিয়া বাগানবাড়ী থেকে বের হয়ে বেউথা সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে জারি গান পরিবেশিত হয়। ##