1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
hello world Скачать Вавада На Андроид И Windows Официальное Приложение Экспресс Дня 25 накануне Ставки И Прогнозы На Футбол Кэф Дня%3A 3 57″ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ও আগের চেয়ে শক্তিশালী Gama Онлайн Казино в Деньги%3A Официальный Сайт%2C Регистрация И проем মানিকগঞ্জে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম-ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হামলা-অগ্নিসংযোগ-ভাংচুর মামলায় আওয়ামী ১০ নেতা কারাগারে সিংগাইর প্রেসক্লাব নির্বাচনে  ৫ই আগষ্ট কিন্তু ১৫দিনে বা একমাসে আসে নাই-মানিকগঞ্জে আহমেদ আযম খান

ঘিওরে ইভটিজিং,মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনামূলক সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২৮৫ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, ঘিওর       

জেলা শহরের পর এবার প্রত্যন্ত অঞ্চলেও ইভটিজিং ,মাদক ও কিশোর গ্যাং এর মত অপরাধ চক্র দিন দিন বেড়েই চলছে । স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অবাধেই জড়িয়ে পরছে অপরাধমুলক কর্মকান্ডে । স্কুল ফাঁকি দিয়ে বহিরাগত ছেলে পেলেদের সাথে সংঘবদ্ধভাবে তৈরি করছে কিশোর গ্যাং । ১০ থেকে ২০ জন বা তারও অধিক ছেলেপেলের সমমিশ্রণে তৈরী হচ্ছে কিশোর গ্যাং । তারা মাদক, ইভটিজিং, মারামরিসহ সমাজে নানা অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে । যার ফলে পথে-ঘাটে, স্কুলে মেয়েদের উত্ত্যক্ত করার মাত্রা বেড়েই চলেছে। ক্রমেই তা হয়ে উঠছে আরও সহিংস। বখাটেরা এখন আরও বেপরোয়া। সচেতন সমাজের এগিয়ে আসাও হয়ে উঠেছে বিপজ্জনক ।

কিশোর গ্যাং-কেন্দ্রীক বেশ কয়েকটি অপরাধ পুলিশের হাতে ধরাপড়ার পর থেকেই আইন-শৃংখলা বাহিনীর বাড়তি পদক্ষেপ দেখা যাচ্ছে। মাদক ও ইভটিজিংয়ে জরিত কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে বিভিন্ন স্থানে সচেতনামূলক সভা করে যাচ্ছেন আইন-শৃংখলা বাহিনী । এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঘিওর উপজেলাধীন সিংজুরী বাজারে গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে ও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে জনসচেতনামূলক সভা করেছেন ঘিওর থানার ‘পরিদর্শক’ (ওসি তদন্ত )মহব্বত খান , সাব-ইন্সপেক্টর শহিদুর রহমানসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। নানা অপকর্ম থেকে যুব সমাজ রক্ষার্থে পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল শ্রেনীপেশার মানুষ ।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মাদক , সন্ত্রাস ,জঙ্গিবাদসহ নানা অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া অপরাধ দমনে অভিযান অবহত রয়েছে । তবে ইদানিং স্কুল পড়ুয়া ও নবাগত কলেজ পুড়া ছেলে পেলেদের কিশোর গ্যাং নামক সংঘবদ্ধ একধরনের গ্রুপ তৈরীর মাধমে তারা ইভটিজিং,মাদকসহ নানা অপকর্মের দিকে ধাপিত হচ্ছে । আমরা পুলিশের পক্ষ থেকে দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে যে তাদের সন্তান অপরাধপ্রবণ এলাকাগুলোতে যাওয়া-আসা করছে কিনা ,অপরাধ চক্রে জরিয়ে যাচ্ছে কিনা। ইতিমধ্যে পুলিশের হাইকমান্ডের কর্মকর্তারা সারাদেশেই পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে তারা নির্দেশ দিয়েছেন কিশোরদের গ্যাং সংস্কৃতি এবং অপরাধ বন্ধ করতে স্কুল-কলেজ, অভিভাবক এবং সুশীল সমাজের সমন্বয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম করতে।

 

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury