এস.এম আকরাম হোসেন:
মানিকগঞ্জ জেলা শহরে ইঞ্জিনচালিত রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে প্রান গেল গৃহবধুর। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহীদ স্মরণী সড়কে মানিকগঞ্জ জেলা পরিষদ সামনেএই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধু আরিফা আক্তার (২৫) মানিকগঞ্জ জেলা শহরের বড়সরুন্ডী এলাকার হারুন মিয়ার মেয়ে এবং জয়রা রোডের ভিলেজ লাইন পরিবহনের বাস চালক খোকন মিয়ার স্ত্রী।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. শহিদুর আজম বলেন, রাত পৌনে ৯টার দিকে আরিফা আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে। তার গলায় কাটা দাগ আছে বলেও উল্লেখ করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার হারেজ আলী জানান, নিহত আরিফা একটি ইঞ্জিনচালিত রিক্সায় চড়ে তার ৩ বছরের একমাত্র সন্তান লামিয়া আক্তারকে সাথে নিয়ে তার থালাতো বোনের বিয়ের দাওয়াতে যাচ্ছিল।
ঘটনার পর রিক্সাওয়ালা পালিয়েছে। তবে রিক্সা আটক করা হয়েছে বলে জানান তিনি।