মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার কালীগঙ্গা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। এরা হলো-কান্দাপৌলী এলাকার আব্দুর রহমানের ছেলে মাসুম (৩) ও আমিনুল ইসলাম বিল্টুর ছেলে আবু বক্কর ওরফে সিফাত (৪)। তারা সর্ম্পকে আপন চাচাতো ভাই।
মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক জানান, দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাশে খেলতে যায় ওই দুই চাচাতো ভাই। খেলার কোন এক সময় তারা নদীর পানিতে পড়ে ডুবে যায়। এক নারী গোসল করতে গিয়ে পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎকরা মৃত ঘোষণা করেন।