এস.এম আকরাম হোসেন :
মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এএম নাঈমূর রহমান দূর্জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ঘোষনা ছিল। কোন দুর্নীতিবাজ,সন্ত্রাসী, চাঁদাবাজ যে দলেই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। সেজন্য নিজের দল থেকে শুরু করেছেন তিনি। প্রথমে ছাত্র লীগের শুদ্ধাভিযান শুরু করেছেন। এখন যুবলীগে চলছে এবং সারাদেশ ব্যাপী আওয়ামীলীগেও শুদ্ধাভিযান চলবে।
রোববার বিকেলে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সব জায়গায় শুদ্ধাভিযান চলবে। আজকেও প্রতিকায় দেখেছি। এরপরে কিন্তু প্রশাসনের লিস্ট ধরেও কিন্তু শুদ্ধাভিযান হবে। কারণ একটি দেশে যদি দূর্নীতি নিমিজ্জিত থাকে। তাহলে সে দেশ উন্নয়ন করতে পারবেনা। তাই প্রধানমন্ত্রী সুখী স্বমৃদ্ধি ও উন্নত বাংলাদেশ গড়তে এই অভিযান করছে এবং আমাদের নাম ভাংঙ্গিয়ে যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে সে ব্যাপারে আইনৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহন করবেন।
সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক মো.বাবুল বেপারীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা। এসময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, সহ-সম্পাদক আবিদ হাসান বিপ্লব, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ন সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, এ্যাডভোকেট বদরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, কোষাধ্যক্ষ এহতাশেম হোসেন ভুনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন,ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আওয়াল মিন্টু,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি মো: উজ্জল দর্জী, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ডা: জেসমিন আক্তার, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি মো: ছানোয়ার হোসেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল, ঘিওর উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক মো.আসাদুর রহমান, জেলা,উপজেলা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।