স্টাফ রিপোর্টার:
ঢাকার ন্যায় এই প্রথম ইনোভা ফেব্রিক্স টেইলার মানিকগঞ্জ শাখার উদ্ধোধন হয়েছে। মঙ্গলবার বিকালে শহীদ রফিক সড়কে (সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে) কলিমস টাওয়ারের ২য় তলায় উদ্ধোধন উপলক্ষে
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাজী আব্দুল হামীদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর বনিক সমিতির সাধারন সম্পাদক এ.বি এম কামরুদ্দিন রেজা, মানিকগঞ্জ জজ কোর্টের সহকারী পিপি এ্যাডভোকেট আহসান হাবিব, ইনোভা ফেব্রিক্স টেইলার এর ব্যবস্থাপনা পরিচালক মো: সোহেল ঈমাম, ,দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন, অত্র প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মো: আরিফুল ইসলাম, মাষ্টার মো: আব্দুস সালাম, মো: ওয়াজেদ, ব্রাঞ্চ ম্যানেজার মো: মিন্টু মিয়া, সেলসম্যান মো: বাপ্পী প্রমুখ।
এখানে শার্ট পিচ, প্যান্ট পিচ, সুট পিচের দেশি-বিদেশী কাপর বিক্রয়সহ তৈরী করা হয়। এছাড়া শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১০% ছাড় দেওয়া হয়েছে বলে জানান মালিক কর্তৃপক্ষ।