স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিক কর্তৃক আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী জনসচেনতা শীর্ষক আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে মাদক বিরোধী জনসচেনতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় আরোও উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, জেলা নাগরিক পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব মো: অলিয়ার রহমান খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শামীম হোসেন, জেলা পরিষদের সদস্য মাহবুবর রহমান জনিসহ ন্যাশনাল পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।মাদক একটি অভিশাপ যা মানুষের জীবনকে অভিশাপ্ত করে তোলে। মাদকের ছোবল থেকে বাচতে হলে আমাদেরকে পড়ালেখা পাশাপাশি খেলাধুলা করতে হবে।