স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকায় কালিগঙ্গা নদীর পাড় থেকে গত ২৯ সেপ্টেম্বর বেলা আড়াই টার দিকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই লাশে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় এস আই মোঃ তারেক পারভেজ বাদী হয়ে ২ অক্টোবর একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ আঃ রহিম (৩০) নামের এক ব্যক্তি সংবাদ দেয় একটি মৃত দেহ উজান থেকে ভেসে এসে তরা ব্রীজ সংলগ্ন সদর থানাধীন গিলন্ড এলাকার আঃ মান্নানের বাড়ির উত্তর পাশে কালিগঙ্গা নদীর দক্ষিণ পাড়ে পানিতে ভাসছে। পরে সংবাদ পেয়ে পুলিশ ওই লাশটি উদ্ধার করে। লাশের বাহ্যিক অবস্থা দেখে অনুমান করা হয় ৫/৭ দিনে পূর্বে অজ্ঞাত ওই ব্যক্তি (২০/২৫ বয়স) মারা গেছে বলে প্রাথমিক ধারণা করা হয়। লাশটি অর্ধগলিত হওয়াতে ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতে চিহ্ন অনুমান করা সম্ভব হয়নি। তবে মৃত দেহটি পানির স্রোতে ভেসে আসে এবং দুই হাত পিছনে ও দুই পা লাইলনের রশি দ্বারা বাঁধা ছিলো। এ কারণে পুলিশ অনুমান করে অজ্ঞাত ওই ব্যক্তিকে কে বা কাহারা হত্যা করিয়া হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির(পুরুষ) পড়নে ছাই বংয়ের জিন্স প্যান্ট, গায়ে সাদা কালো ডোরা রংয়ের শার্ট পরিহিত ছিলো। তবে এখনো ওই লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম জানান, মামলাটি অজ্ঞাতনামা হওয়ায় আসামীও অজ্ঞাত। এখনো ওই লাশটির কোনো পরিচয় মেলেনি। তবে লাশটি সনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলে জানান মামলার তিনি।