স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় পাটুরিয়ামুখী যাত্রীবাহী একটি বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনায় নিহতদের নাম জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান ইমাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে এক জন নারী ও একজন পুরুষকে মৃত ঘোষণা করেন মানিকগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক।
নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাদের মরদেহ দুটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।