স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরনসহ পুর্নবাসনের দাবীতে মানববন্ধন কর্মসূচী করা হয়েছে।
রবিবার সকালে জেলা নাগরিক, পেশাজীবী ঐক্য পরিষদসহ পৌর মার্কেট মালিক ও বণিক সমিতির আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার, মানিকগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সালাম ও ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজাসহ ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও ব্যবসায়ীদের ক্ষতিপূরনসহ পুর্নবাসনের দাবীতে করেন।