স্টাফ রিপোর্টার:
শিবালয় উপজেলার বিভিন্ন পূজামন্ডম পরিদর্শন করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম। রোববার বিকেলে তিনি বিভিন্ন মন্দিরের পূজারী, পূণ্যার্থী ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে মিস্টি বিতরণ করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি মন্দিরের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মেদ, সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, শিবালয় থানা ওসি মোঃ মিজানুর রহমানসহ পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবার শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে ৮৪টি মন্দিরে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের মহোৎসব চলছে।