স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ সদর উপজেলার পাঁছবারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘আমার কথা শোন বিষয়ক আলোচনা অনুষ্ঠান’ অনুষ্ঠিত হযেছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে ওই বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেম ‘র মানিকগঞ্জ কার্যালয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় আরো বক্তব্য দেন শিশু সংগঠক ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান আব্দুল হামিদ বিশ্বাস, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইসলাম, সহকারী শিক্ষক জয়া রাণী সূত্রধর, ৫ম শ্রেণীর শিক্ষার্থী লাবণী সরকার এবং ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী রিয়াদুল।
বক্তারা বলেন, শিশুদের মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু অভিভাবকরা অনেক ক্ষেত্রেই শিশুদের মতামতকে গুরুত্ব দেন না। শিশরা যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেদিকে অিভিভাবকসহ সকলকে খেয়াল রাখতে হবে।
তারা বলেন, শিক্ষার পাশাপাশি শিশুদের ক্রীড়া ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে। তাদের নৈতিক শিক্ষা দিয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর এই দায়িত্ব নিতে হবে সকলকে।
এই আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।