স্টাফ রির্পোটার:
মানিকগঞ্জের বালিরটেকে কালিগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সালাউদ্দীন (৩০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা একটার দিকে এঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন মালয়েশিয়া প্রবাসী। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউপির বালিরটেক (বাঙ্গাবাড়ীয়া) গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
ভাড়ারিয়া ইউপি সচিব মোঃ বাবলু মিয়া জানান, সোমবার বেলা একটার সময় সালাউদ্দীন বালিরটেক মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে কালিগঙ্গা নদীতে ঝাকিজাল দিয়ে মাছ ধরতে যায়। জালের রশী হাতে বেধে নদীতে জালফেলার সঙ্গে সঙ্গে পানির স্রোতের টানে জালসহ পানিতে ডুবে যায়। ৩৫ মিনিট পর স্থানীয় লোকজন উদ্ধার করে ভাড়ারিয়া একতা ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।