স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা ঘাটের কাছ থেকে শনিবার ১৯ অক্টোবর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ফেলে গেছে দুবৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দহে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৫৫) তার বাড়ি কিশোরগঞ্জে ইটনা উপজেলার চৌগাংগা গ্রামে। শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল ৮টার দিকে আরিচা ঘাটের চার নম্বর ঘাট এলাকায় ইসলামিয়া বোডিং নামের একটি আবাসিক হোটেলের পিছনে নদীর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শিবালয় থানার পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি পাতলা কম্বল দিয়ে মোড়ানো এবং মাফলার দিয়ে দুই পা বাঁধা অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিদর্শক নজরুল ইসলাম জানান, এ ঘটনায় ইসলামিয়া বোর্ডিংয়ের ব্যবস্থাপক মিন্টু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।