স্টাফ রিপোর্টার:
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত গাড়ীর স্টাফ, যাত্রী ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত নির্দেশাবলী সম্বলিত প্রচারপত্র বিতরণ করেছে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তিনি এই কর্মসূচীর উদ্যোগ নেন। প্রচারপত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম আম্বিয়া ও মো: সিদ্দিকুর রহমান, শ্রমিক নেতা লুৎফর রহমান প্রমুখ।