স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে পুলিশিংয়ের এবারের শ্লোগান পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দশে গড়ি। শনিবার সকালে সরকারি দেবেন্দ্র কলেজের প্রাঙ্গনে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠতি হয়। পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায়, জেলা পরিষধের চেয়ারম্যান এ্যাড.গোলাম মহীউদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.রমজান আলী. কমিউনিটি পুলিশিং ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক হাবিবর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রর্বতী, অন্যরা উপস্থিত ছিলেন।সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষধের চেয়ারম্যান এ্যাড: গোলাম মহীউদ্দীন, সরকারী দেবেন্দ্র কলেজের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আজ সকালে সদর থানা প্রাঙ্গনে পরে শহরে বের করা হয় বর্ণাঢ্য র্যালী ।র্যালীতে পুলিশ সুপার, জেলা পরিষধের চেয়ারম্যান, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দু সহ জেলার সাত উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা অংশ নেয় ।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ রফিক চত্ত্বরে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এছাড়া বিকেলে সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং ফোরামের মধ্যে প্রীতি ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই শ্লোগানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকালে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সরকারী দেবেন্দ্র কলেজের সামনে থেকে জেলা শহরে একটি কমিউনিটি পুলিশিং কমিউনিটি পুলিশিং বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্বোধন করেন পুলিশ সুপারসহ অন্যরা।