শাহজাহান বিশ্বাস:
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা উন্নয়ন ও পরিচালন প্রকল্পের আওতায় নিরাপদ প্রানিজ আমিষ উৎপাদন এবং আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে খামারীদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা পরিষদ এ কর্মশালার আয়োজন করে।উক্ত প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় সরকার বিভাগ ও দাতা সংস্থা জাইকার অর্থায়নে উপজেলা প্রাণী সম্পদ অফিস বাস্তবায়ন করছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান।
উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান সুমন, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সুদেব ঘোষ বাসু ও জাইকা প্রতিনিধি কালী কৃষ্ণ পাল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান সুমনের তত্ত্বাবধানে তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন খামারী অংশগ্রহণ করছেন।