স্টাফ রিপোর্টার:
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে শনিবার সকালে মানিকগঞ্জে র্যালী বের করে সিভিল সার্জন কার্যালয়। মানিকগঞ্জ জেলা হাসপাতাল চত্তর থেকে র্যালীটি বের হয়ে তা শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান। চিকিৎসক, নার্সিং কর্মকর্তা ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা র্যালীটিতে অংশ নেন। র্যালী শেষে হাসপাতাল চত্তরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম ফেরদৌস এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, একজন ব্যক্তি ইচ্ছে করলেই রক্ত দিয়ে একজন মূমুর্ষ রোগীকে বাঁচাতে পারেন। একইভাবে যদি মরণোত্তর চক্ষু থেকে কর্ণিয়া দেয়া যায় তাহলে একজন দৃষ্টিহীন ফিরে পেতে পারে দৃষ্টি। এক্ষেত্রে যিনি দান করবেন তার কোন ক্ষতি হবে না। নিজের ক্ষতি না করে যদি কারো উপকার করা যায়, তাহলে কেন করবেন না-এমন প্রশ্ন রাখেন তিনি। তিনি এ বিষয়ে সচেতনতা বাড়াতে সকলের দৃষ্টি আকর্ষণ করেন।