1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

বিজয়ফুল মানে শাপলা ফুল নয়,৬ দফা আন্দোলনের পটভূমির ওপর ভিত্তি করে তৈরী হয়েছে –মানিকগঞ্জের জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ১২৮৬ বার দেখা হয়েছে

এস.এম আকরাম হোসেন :

বিজয়ফুল মানে শাপলা ফুল নয়। বিজয় ফুলের কুঁড়ি থাকবে ৬টি। ৬ দফা আন্দোলনের পটভূমির ওপর ভিত্তি করে বিজয় ফুল তৈরী হয়েছে। জেলা পর্যায়ে ‘বিজয় ফুল’ তৈরী প্রতিযোগিতা ও বিজয় ফুল উৎসব’ উপলক্ষে শনিবার মানিকগঞ্জ শিল্পকলা একাডেমী  কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে মানিকগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক এস এম ফেরদৌস এসব কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অনেকে ভুল করে বিজয় ফুল তৈরী করতে যেয়ে শাপলা ফুল তৈরী করছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দিতে হবে।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের সহযোগি অধ্যাপক আবু বকর সিদ্দিক মোল্লা, সরকারী দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সেলিনা সাঈয়েদা, জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আকলিমা বেগম আখিঁ, খাজা রহমত আলী কলেজের প্রভাষক বাসুদেব সাহা, জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনা কমিটির সদস্য রোমেজা আক্তার খান মাহিন।

 

উল্লেখ্য, শিশু থেকে দ্বাদশ শেণী পর্যন্ত ‘ক বিভাগ, ৫ম থেকে ৮ম পর্যন্ত ‘খ বিভাগ’ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ‘গ বিভাগ-এই তিনটি গ্রপে  শিক্ষার্থীরা  ‘বিজয় ফুল’ তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে শুধুমাত্র গ বিভাগের শিক্ষার্থীরা। স্থানীয় পর্যায় থেকে বিজয়ী হয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে এই প্রতিযোগতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।

জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ‘বিজয় ফুল’তৈরী প্রতিযোগিতায় ক  ও খ বিভাগে প্রথম হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা এবং গ বিভাগে প্রথম হযেছে শিবালয় উপজেলা। গল্প রচনায় ক বিভাগে সাটুরিয়া, খ বিভাগে ঘিওর এবং গ বিভাগে শিবালয় উপজেলা প্রথম হয়েছে। কবিতা রচনায় ক ও খ বিভাগে প্রথম হয়েছে সিংগাইর উপজেলা এবং গ বিভাগে প্রথম হয়েছে ঘিওর উপজেলা।  কবিতা আবৃত্তিতে ক বিভাগে দৌলতপুর, খ বিভাগে ঘিওর ও গ বিভাগে মানিকগঞ্জ সদর উপজেলা প্রথম হয়েছে।

 

চিত্রাঙ্কনে ক ও খ বিভাগে প্রথম হয়েছে মানিকগঞ্জ সদর এবং গ বিভাগে প্রথম হয়েছে ঘিওর উপজেলা। একক অভিনয়ে ক ও খ বিভাগে প্রথম হয়েছে হরিরামপুর উপজেলা এবং গ বিভাগে প্রথম হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা। দলগত দেশাত্ববোধকে ক, খ ও গ বিভাগে প্রথম হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা। দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় ক বিভাগে দৌলতপুর, খ বিভাগে ঘিওর এবং গ বিভাগে সিংগাইর উপজেলা প্রথম হয়েছে। চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার সময়সীমা ১৫ নভেম্বর। একারণে এর ফলাফল হয়নি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury