হৃদয় হোসেন জকি, সদর প্রতিনিধি :
মানিকগঞ্জে সড়ক পরিবহন আইন-২০১৮ অবগত করতে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে এই সভার আয়োজন করে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও হাইওয়ে পুলিশ।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন
জেলা ট্রাক চালক ও সহকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শাহ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মানিকগঞ্জ আরটিসি সদস্য শামীম হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফার কামাল,পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কায্যকরী সভাপতি কাইয়ুম খান, ট্রাক চালক মো: জসিম প্রমুখ। এসময় জেলার শ্রমিক ও চালকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সুলতানুল আজম খান আপেল সকলকে সড়ক পরিবহন-২০১৮ আইন মেনে চলার আহবান করেন।