স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কেটে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের উদ্ধোধন করলেন জেলা প্রশসক এস এম ফেরদৌস।
শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে নগদের কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু,উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, নগদ এর মানিকগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটর রোবাস্ট কনস্ট্রাকশনের স্বাত্তাধীকারী ও জেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য ফাহিম রহমান খান রনি, হিসাবরক্ষক লুৎফর রহমান সরদার, উপজেলা আওয়ামীলীগর প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নদর এর কার্যক্রমের উদ্ধোধন কালে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, দেশের সাধারন মানুষের কাছে সরকারি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থাশীল। মানিট্রান্সফার ও মানি অর্ডার করার ক্ষেত্রে আমাদের অনেক অসুবিধা হতো এখন কিন্তু সেটা নাই। মানিট্রান্সফারের ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বাংলাদেশ ডাক বিভাগের “নগদ” অ্যাপস অনেক সহজ ও একসাথে অনেক বেশি টাকা লেনদেন করতে পারবে এবং খরচও অনেক কম হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও নগদের সেবা নিতে পারবে। সরকারি প্রতিষ্ঠান হওয়ায় টাকা লেনদেনে কোন ঝুকি নাই, বরং অনেক বেশি নিরাপদ। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ডাক বিভাগকে আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছে।