1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে “নগদ” প্রতিদিন অফারে লাখপতি হলেন বিপুল দাস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ২০১৩ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :

মানিকগঞ্জে সরকারি ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ” প্রতিদিন অফারে লাখপতি হলেন বিপুল দাস। সে পৌর এলাকার দাশড়া গ্রামের ঠাকুর দাসের ছেলে।

 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নগদের প্রতিদিনের অফারে পাওয়া একলাখ টাকা জেলা প্রশাসক এস এম ফেরদৌস মহোদয়ের হাত থেকে গ্রহন করে বিপুল দাস। সে যদিও নগদের এজেন্ট ব্যবসায়ী। তবে একলাখ টাকা পেয়েছেন কাষ্টমার হিসেবে। এসময় “নগদ” এর মানিকগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটর রোবাস্ট কনস্ট্রাকশনের স্বত্বাধীকারী ও জেলা আওয়ামীলীগের সম্মানীত সদস্য ফাহিম রহমান খান রনি, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, নগদের আর এস এম কাজী হামিম সালে, নগদের মানিকগঞ্জ এরিয়া ম্যানেজার আনিছুজ্জামান, টিম নিনারুজ্জামান হিসাবরক্ষক লুৎফর রহমান সরদার, শিবালয় উপজেলার ডিস্ট্রিবিউটর মোস্তফা চৌধুরী সহ নগদ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

চেক প্রদানের পর জেলা প্রশাসক এস এম ফেরদৌস অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন ।

“নগদ” অফারে পাওয়া লাখপতি বিপুল দাস তার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, হঠাৎ করেই নগদের হেড অফিস থেকে ফোন পান আপনি নগদ অফারের লটারীতে একলাখ টাকা পেয়েছেন। খুশিতে মেতে উঠেন। বিশ্বাস করতে পারেন নাই। আজ হাতে পেয়ে খুবই খুশি লাখছে। পরিশেষে নগদ পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury