শিবালয় প্রতিনিধি :
মানিকগঞ্জের শিবালয় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০১৯ ইং এ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন উথলী ইউনিয়নের নয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসী। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে শিবালয় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচন করা হয় শিবালয় উপজেলা প্রশাসন থেকে। গত ২৬/১১/২০১৯ ইং তারিখে বিষয়টি নিশ্চিত করেন শিবালয় উপজেলা শিক্ষা অফিসার নাজমুস শিহাব।
এ বিষয়ে শিবালয় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়া জান্নাতুল ফেরদৌসী জানান, যতদিন বেচে থাকবো প্রকৃত মানুষ গড়ার মনুষত্য নিয়ে সঠিক শিক্ষা প্রদান করে যাবো। মহান আল্লাহর দরবারে কোটি শুকরিয়া যে, আমাকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এই পাওয়া আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুগঠিত নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শিবালয় উপজেলার শ্রেষ্ঠ এই শিক্ষিকা জান্নাতুল ফেরদোসী। আগামীতে তিনি যেন শিক্ষার মানউন্নয়নে বিশেষ ভুমিকা রাখতে পারেন সকলের কাছে দোয়া কামনা করেছেন।