স্টাফ রিপোর্টার:
অভিগম্য আগামীর পথে এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা-সাহায্য কেন্দ্রসহ জেলা প্রশাসনের আয়োজনে মানিকগঞ্জ সদর হাসপাতাল চত্তর থেকে শহীদ স্মরণী সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা:নাদিরা আখতার, এমডিপিওডির নির্বাহী পরিচালক মো: ইন্তাজ উদ্দিন,এ্যাসেডের নির্বাহী পরিচালক মো: রফিকুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।